
কুমিল্লা থেকে মাহামুদুল
শনিবার (২৫ অক্টোবর):মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উদযাপন উপলক্ষে, গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দুতিয়ার দিঘীরপাড় ঈদগাহ ময়দানে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা রঘুরামপুরের বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি আবু নাছের জেহাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ।
এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ও আলেম হযরত আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজীয়া দরবার শরিফের পীর সাহেব মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। বিশিষ্ট আলেম মুফতি আবু নোমান ইকরামুল হক।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম।
মাহফিলে এলাকাবাসীসহ আশপাশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহামুদুল।






