কবিতা :চোখের কোণে কালো দাগ

লেখকঃ মোঃ শাহজাহান বাশার
চোখের কোণে জমে থাকা সেই কালো দাগ,
বলে যায় না বলা কত শত বিরাগ।
হাসির আড়ালে লুকানো এক বেদনা,
যেন হারানো দিনের চাপা আত্মকথা।
রোদে পোড়া মন, তবু দেখায় শীতল,
বুকের ভিতর জমে আছে ক্ষত অবিচল।
চোখের জল শুকিয়ে গেছে দিনের আলোয়,
অগোচরে দাগ রেখে যায় সন্ধ্যার ছায়ায়।
সময়ের আঘাতে জড়ানো যত স্মৃতি,
চোখের কোণে পড়ে থাকে কিছু ব্যথার গীতি।
আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি নিজে,
এই দাগের গল্প কেন চাপা থাকে মিছে?
হয়তো তা ক্লান্তি, কিংবা জীবনের ধুলা,
হয়তো তা অবহেলা, বা স্বপ্নের ভাঙা ফুল।
তবু এই দাগে জড়িয়ে আছে কিছু গান,
যা শুধু বুঝতে পারে একান্ত আপন প্রাণ।
চোখের কোণের এই কালো দাগ আমার,
জীবনের সংগ্রামের নিঃশব্দ সাক্ষী তার।
একদিন হয়তো হারিয়ে যাবে সব ব্যথা,
তবু দাগ রেখে যাবে আমার জীবনের কথা।