
ঘুম ভাঙে ভোরের শিশিরে,
ধানের গন্ধে মিশে যায় সূর্যের হাসি—
জেগে ওঠে এক টুকরো বাংলাদেশ,
মাটির বুক চিরে নতুন দিনের আশায়।
বাতাসে ভেসে আসে আজান,
সাথেই পাখিদের মিষ্টি গান,
গরিব কৃষকের মুখে আবার
স্বপ্নের আলো জ্বলে ওঠে প্রাণে প্রাণে।
রক্তে লেখা ইতিহাস বলে—
হার মানে না এই দেশ,
বারবার ভাঙে, আবার গড়ে,
তবু থামে না তার অবিরাম প্রত্যয়।
মেঘ কেটে রোদ আসে যখন,
বুকের মাঝে জাগে বিশ্বাস,
এই মাটিই জন্ম দেবে আবার
একটি শান্ত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক সকাল।
শিশুর হাসিতে, মায়ের চোখে,
কর্মীর ঘামে, সোনার ধানে—
বাংলাদেশ খুঁজে ফেরে আজ
নতুন একটি দিনের অবিরাম আহ্বান।
চলো সবাই হাতে হাত রেখে,
মুছে দেই অন্ধকারের চিহ্ন,
স্বপ্ন দেখি, গড়ি আমরা
“নতুন একটি দিনের আশায়— বাংলাদেশ।”






