
কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদের পাশে কালিকাপুর বাজার এলাকায় পথচারী ও স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করেছেন মালদ্বীপপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সোহেল রানা।
দূরদূরান্ত থেকে ইউনিয়ন পরিষদে আসা মানুষ ও বাজারে চলাচলকারী পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির এই মানবিক উদ্যোগে আনন্দিত স্থানীয়রা কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছেন তার জন্য।
সোহেল রানা আমাদের প্রতিনিধি কে মুঠোফোনে বলেন,
“মানুষের কল্যাণে কিছু করতে পারলেই আমার সবচেয়ে ভালো লাগে। গরমের দিনে যেন কেউ পানির কষ্টে না থাকে—এই চিন্তা থেকেই টিউবওয়েলটি স্থাপন করেছি। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”একটি ছোট উদ্যোগও বদলে যেতে পারে অনেকের জীবনের আরাম ও হাসি।

সিআইপি সোহেল রানা মালদ্বীপের বসবাস করেন। তিনি এর আগে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে টিউবওয়েল উপহার দিয়েছেন।
সোহেল রানা, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত। তার মাধ্যমে দেশে কয়েকটি মসজিদ ও অনেক অসহায় পরিবারকে টিউবওয়েল থেকে শুরু করে নানাবিধ সহায়তা করে যাচ্ছেন।
তিনি বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে টানা পাঁচবার সিআইপি মনোনীত হয়েছে মালদ্বীপ থেকে। এই প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ সোহেল রানা।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহামুদুল






