
কালিকাপুরে মরহুম সফিকুর রহমান আখন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ শুরু।
মোহাম্মদ মাহামুদুল, এএনবিটোয়েন্টিফোর ডট নেট
কালিকাপুর ফুটবল একাডেমির আয়োজনে মরহুম সফিকুর রহমান আখন্দের স্মরণে শুরু হয়েছে “কালিকাপুর ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।
স্থানীয় কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার ও জেলা উপজেলা থেকে বিভিন্ন ক্লাব ও ফুটবল একাডেমি অংশ নিচ্ছে।
আজ শনিবার (১১ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বাকশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। এমন উদ্যোগ প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বহু ক্রীড়ানুরাগী।






