মাত্র ৩০ মিনিটে মালদ্বীপে পুলিশের তৎপরতায় ৫৩,০০০ এমভিআরসহ নিখোঁজ স্যুটকেস উদ্ধার

মালদ্বীপ প্রতিনিধি আরিফুল ইসলাম :

মালদ্বীপে পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫৩,০০০ মালদিভিয়ান রুফিয়া (এমভিআর) সমন্বিত একটি নিখোঁজ স্যুটকেস উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এক রিসোর্ট কর্মী তাদের দোকানের সেপ্টেম্বর মাসের বিক্রয়লব্ধ অর্থসহ স্যুটকেসটি হারানোর অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, হুলহুমালে ফেরি টার্মিনালের কাছে রিসোর্ট থেকে স্পিডবোট নামানোর সময় টাকাসহ স্যুটকেসটি নিখোঁজ হয়ে যায়।

 

অভিযোগ পাওয়ার পরপরই হেনভেরু থানার কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেন। মাত্র ৩০ মিনিটের মধ্যেই তারা স্যুটকেসটির অবস্থান শনাক্ত করে অন্য একটি স্পিডবোট থেকে সেটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অর্থ মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছেন মালদ্বীপে  সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া অপরাধগুলোর মধ্যে একটি চুরির অভিযোগ । চলতি বছর এখন পর্যন্ত দেশে ২,৫৭৩টি চুরির মামলা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে।