
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দাউদকান্দি উপজেলা বিএনপি, গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে গৌরীপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর বাস ইস্টার্ন এলাকায় এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খোকন মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দাউদকান্দির তুজারভাঙ্গা গ্রামের বাবু ও শহীদনগরের রিফাতসহ তিনজনকে হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন প্রত্যক্ষভাবে জড়িত। তারা দাবি করেন, এসব হত্যাকাণ্ডের চারটি মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনো তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, “যে ব্যক্তি নিরপরাধ তরুণদের হত্যা করে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। আমরা সরকারের কাছে দাবি জানাই—অতি দ্রুত এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসি কার্যকর করা হোক।”
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন যে, সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের রক্ষার জন্য আইনের অপব্যবহার করছে এবং বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানির শিকার হতে হচ্ছে। তারা বলেন, জনগণের আন্দোলন ও প্রতিবাদ থামিয়ে রাখা যাবে না, সত্য ও ন্যায়ের জয় হবেই।
শেষে নেতৃবৃন্দ দাউদকান্দি, গৌরীপুর ও আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।