
মহান ২৯শে আশ্বিন গাউছুল আযম শাহছুফী সৈয়দ গোলামুর রহমান, প্রকাশ বাবা ভান্ডারীর ১৬০ তম খোশরোজ শরীফ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপনের লক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সভা কক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফিতনা- ফেছাদ পছন্দ করেনা। তারা শান্তি প্রিয় মানুষ। তিনি খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারে আগত ভক্ত অনুরক্তদের হাটহাজারী মাদ্রাসা এলাকা অতিক্রমের সময় মাইক বন্ধ রাখতে অনুরোধ জানান। সে সাথে আযান ও নামাজের সময় ও মাইক বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সভায় আগামী ১৪ অক্টোবর খোশরোজ শরীফ যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মাওলানা মুহাম্মদ বাকের আনসারী’র সঞ্চালনায় উক্ত
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
সভায় বক্তব্য রাখেন, ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাষ্টের মহা সচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, গাউছিয়া রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী, ডাক্তার সৈয়দ মিসকাতুন নুর, শাহসুফি সৈয়দ ফাহিম মাইজভাণ্ডারী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আকরাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি -২ আজাদী বাজার কার্যালয়ের ডিজিএম ভজন কুমার বিশ্বাস, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল আলম প্রমূখ।






