মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন। এলাকায় এসময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের ভিড় বেড়ে গেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযান চলছে—এমন খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।”
অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভবনটির ভূগর্ভস্থ পার্কিং থেকে একটি গোপন কক্ষ উন্মোচন করা হয়েছে। সেখান থেকে অন্তত ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের অফিসিয়াল লোগো সংবলিত নম্বরপ্লেট পাওয়া গেছে বলে জানা গেছে।
অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার হওয়া গাড়িগুলোর কোনো সঠিক কাগজপত্র বা উৎস সম্পর্কে কিছুই জানাতে পারেননি। ফলে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয়দের মতে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের এ ভবনটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এলাকায় প্রভাবশালী হাজী সেলিমের নানা কর্মকাণ্ড নিয়ে জনমনে আগে থেকেই মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে এতদিন প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অভিযান দেখা যায়নি।
সূত্রমতে, উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে বেশ কয়েকটি সর্বশেষ মডেলের প্রাইভেট কার ও বিলাসবহুল জিপ রয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িগুলোর প্রকৃত মালিকানা এবং ব্যবহারের উদ্দেশ্য বের করতে তদন্ত আরও বিস্তৃত করা হবে।
এদিকে এ ঘটনার পর থেকে পুরো দায়রা শরীফ এলাকা সাধারণ মানুষ ও কৌতূহলী জনতার উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, অভিযানে আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা সম্ভব নয়। তবে অভিযান অব্যাহত আছে এবং প্রয়োজনে আরও তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।