ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং সহকারী অধ্যাপক আলো অর্জুন বানু মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ বিস্তারের মতো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিগত সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের তরুণ প্রজন্ম উপকৃত হবে।”
অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ও সহকারী অধ্যাপক আলো অর্জুন বানু হাইকমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।