
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক-প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। তবে একই সময় দর্শক সারিতে থাকা তাঁর সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।
ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে সেখান থেকে চলে যান।
এই ভাষণ ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে।
গতকাল নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে থাকেন অনেক দেশের প্রতিনিধিরা। এর মধ্যে বেশির ভাগই আরব ও মুসলিম দেশের প্রতিনিধি। আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও রয়েছেন।
এক পর্যায়ে তাঁরা অধিবেশনকক্ষ ত্যাগ করেন (ওয়াকআউট)। এ সময় অধিবেশনকক্ষে নেতানিয়াহুর সামনের আসনগুলো ফাঁকা দেখা যায়।
হাতে গোনা কয়েকজন নেতানিয়াহুর ভাষণে হাততালি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের অধিভুক্ত করতে না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার পর নেতানিয়াহু জাতিসংঘে এই ভাষণ দিলেন।
সূত্র : এএফপি, বিবিসি