স্বামীর অন্ধ পরকীয়া প্রেমের টানে ভেঙে গেল একটি সাজানো সংসার। দুই সন্তানের মা সেই অসহায় স্ত্রী একের পর এক পাশবিক নির্যাতন, অপমান আর মান-অভিমান সহ্য করেও সংসার আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হলো। শেষমেশ মানবাধিকার সংস্থার সালিশি বৈঠকে ডিভোর্স সম্পন্ন হলো। আর সে ডিভোর্সের পরপরই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা—যে প্রেমিকার টানে স্ত্রীকে ত্যাগ করেছিলেন স্বামী, সেই প্রেমিকাই আবার অন্য এক পুরুষকে গোপনে বিয়ে করে প্রতারণার জাল বুনে ফেলেন।
ভুক্তভোগী গৃহবধূ সিলেটের সাহেব বাজার এলাকার বাসিন্দা। স্বামীর বাড়ি সুনামগঞ্জে। পরিবারের চাপ, দাম্পত্য জীবনের দায়বদ্ধতা আর দুই সন্তানের মায়ায় বারবার স্বামীকে ধরে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু স্বামীর চোখ তখন পরকীয়ার নেশায় অন্ধ।
বরিশাল থেকে ছুটে আসেন প্রেমিকা, আর তাকে বুকে জড়িয়ে স্বামী যেন ভুলে গেলেন সংসারের সব সম্পর্ক। স্ত্রীকে বারবার শারীরিক ও মানসিক নির্যাতন করেন তিনি। এত কিছুর পরও অসহায় স্ত্রী সংসার বাঁচাতে স্বামীর পা ধরে অনুরোধ করেছেন, কিন্তু কোনো ফল হয়নি।
অসহায় গৃহবধূ অবশেষে মানবাধিকার সংস্থার শরণাপন্ন হন। অভিযোগ পেয়ে সংস্থার পক্ষ থেকে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আয়োজন করা হয় একাধিক সালিশি বৈঠকের। কিন্তু স্বামী কোনোভাবেই সংসার করতে রাজি হননি। বরং পরিবারের কিছু সদস্য প্রকাশ্যে সমর্থন করেছেন তার পরকীয়াকে।
অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে আসে, আইনানুগভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হবে।
পরবর্তী বৈঠকে হাজির হন কাজী সাহেব। স্ত্রী চোখের জল চেপে রেখে কাগজে স্বাক্ষর করেন, সম্পন্ন হয় ডিভোর্সনামা। চারপাশে দুই সন্তানের কান্না, স্ত্রীর মলিন মুখ আর পরকীয়া প্রেমিকার আনন্দমাখা হাসি—এ যেন এক করুণ নাটকের মঞ্চায়ন।
ডিভোর্সের পরপরই প্রেমিকার সঙ্গে বিয়ের আয়োজন করেন স্বামী সেলিম।
কিন্তু এ সুখ দীর্ঘস্থায়ী হয়নি। পরকীয়া প্রেমিকা নতুন সংসার গড়লেও, গোপনে আবার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এমনকি তাকে বিয়েও করে ফেলেন। বিষয়টি অজানা ছিল সেলিমের কাছে।
একদিন হঠাৎ করেই বাসায় ফিরে স্বচক্ষে সত্যটা আবিষ্কার করেন তিনি। ভেঙে পড়েন মানসিকভাবে। যাকে পাওয়ার জন্য স্ত্রীকে ত্যাগ করেছিলেন, সেই প্রেমিকাই পরকীয়ায় মত্ত হয়ে তাকে প্রতারণা করলেন।
অসহায় স্ত্রীকে নির্যাতন করে, সংসার ভেঙে, সন্তানদের কাঁদিয়ে পরকীয়ার মোহে যাওয়া সেলিম আজ নিঃস্ব। প্রেমিকার প্রতারণায় ভেঙে গেছে তার নতুন সংসারও।
সমাজের অনেকেই বলছেন—
“সহজ-সরল স্ত্রীকে ফেলে অন্যায় পথ বেছে নেওয়ার ফল এমনই হয়। পৃথিবীতে পাপের শাস্তি একদিন না একদিন ভোগ করতেই হয়।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।