মালদ্বীপে অভিযান: অবৈধ অভিবাসীদের নির্বাসনের আগে সংশোধনের সুযোগ

মালদ্বীপ প্রতিনিধি: আরিফুল ইসলাম।

 

রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা করেছেন, মালদ্বীপে অবৈধ ব্যবসায় জড়িত বিদেশিদের তাৎক্ষণিক নির্বাসন করা হবে।

শনিবার ফাফু অ্যাটলে নীলান্ধুতে এক ভাষণে তিনি জানান, এ উদ্দেশ্যে রবিবার থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে অবৈধ ব্যবসা চিহ্নিত ও সংশ্লিষ্ট বিদেশিদের আটক করা হবে।

 

রাষ্ট্রপতি আরও জানান, বড় দ্বীপগুলোতে এ অভিযানকে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, প্রধান অভিবাসন কর্মকর্তা আহমেদ মুজতবা বলেন, দেশব্যাপী অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আটক বিদেশিদের সরকার ঘোষিত নিয়মিতকরণ কর্মসূচির আওতায় বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে।

 

মঙ্গলবার মালদ্বীপ ইমিগ্রেশন জানায়, বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৬৩টি স্থানে তল্লাশি চালিয়ে ৯৩২ জন বিদেশিকে যাচাই করা হয়। এসময় ৮১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।