মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—
🔹 পাসপোর্ট তথ্য পরিবর্তন: বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন এবং প্রাসঙ্গিক সংশোধনপত্র সংগ্রহ করতে হবে।
🔹 সিগারেট ও বিড়ি বহন: বাংলাদেশ থেকে মালদ্বীপগামী যাত্রীদের সিগারেট বা বিড়ি বহন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হবে।
🔹 মাদকদ্রব্য নিষিদ্ধ: ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো মাদকদ্রব্য বহন কঠোরভাবে নিষিদ্ধ এবং এ অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
🔹 ঔষধ বহন: প্রয়োজনীয় ঔষধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বহন করলে জরিমানা ও অন্যান্য আইনানুগ শাস্তির মুখোমুখি হতে হবে।
🔹 খাবার ও বাণিজ্যিক পণ্য: রান্না করা খাবার, বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের কোনো সামগ্রী বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত শাস্তিযোগ্য।
হাইকমিশন জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।