বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাগাসা’ তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে। এতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১২০ জনের বেশি। প্রবল বর্ষণে একটি হ্রদ উপচে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
হংকংয়ে ঝড়ের প্রভাবে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শত শত ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। খবর বিবিসির।
ঝড়ের আঘাতের আশঙ্কায় চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে হংকংয়ে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে। এতে ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে।
চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংদং প্রদেশের শেনজেন, ঝুহাই ও গুয়াংজুয়ের উপকূলীয় নীচুভূমিগুলোতে দুপুরের দিকে সমুদ্রের পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাসের জন্য রেড এলার্ট জারি করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৭ থেকে ১২ মিটার পর্যন্ত হতে পারে।
গুয়াংদংয়ের উপকূলীয় জলে ঢেউয়ের উচ্চতা ৪ থেকে ৬ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা অতি প্রবল থেকে ভয়াবহ সমুদ্র পরিস্থিতির ইঙ্গিত দেয়।
চীনের সংবাদমাধ্যম জানায়, রাগাসা সোমবার ফিলিপাইনের উত্তর প্রান্তের কয়েকটি ছোট দ্বীপের ওপর দিয়ে বয়ে যায়। এরপর সেটি প্রবল শক্তি নিয়ে তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।