মালদ্বীপ প্রতিনিধি।
মালে (২৩ সেপ্টেম্বর): মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাজধানী মালে সিটিতে ব্যাপক অভিযান চালিয়ে ৮১ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুই ঘণ্টার এই অভিযানে ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা, ৬৬ জন পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা অংশ নেয়।
ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় মালে সিটির ৪৬৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এসময় মোট ৯৩২ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৮১ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।
এছাড়াও, বিদেশিদের অবৈধ ব্যবসার তথ্য পাওয়া যায়। ইমিগ্রেশন জানিয়েছে, এমন অন্তত ১০টি স্থানের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি চলমান জাতীয় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে অনিয়মিত বিদেশিদের শনাক্ত করে দ্রুত নির্বাসন দেওয়া হচ্ছে। এর আগে, রবিবারের অভিযানে আরও ২৪ জন বিদেশীকে আটক করা হয়েছিল।
ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ জানান, এ অভিযান তিনটি ধাপে পরিচালিত হবে। শুধু অবৈধভাবে থাকা বিদেশীরাই নয়, বরং বিদেশি ও স্থানীয়দের যৌথভাবে পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধ ব্যবসার পেছনে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা জড়িত। তাই এ লড়াই সহজ নয়। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যদি সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে কাজ করা হয়, তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।