মালদ্বীপে অবৈধ ব্যবসায়িক কার্যকলাপ দমনে শুরু হওয়া বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জন বিদেশী নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
রবিবার মালে শহরের নয়টি এলাকায় তল্লাশি চালিয়ে এই অভিযান শুরু হয়। ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ জানিয়েছেন, দেশে অবৈধ ব্যবসার বড় অংশ স্থানীয় নাগরিকদের মাধ্যমেও পরিচালিত হচ্ছে। তাই বিদেশীদের পাশাপাশি মালদ্বীপের নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জড়িত থাকার কারণে অভিযান জটিল হলেও এটি সফল করতে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ দাউদ জানান, অভিযান তিন ধাপে পরিচালিত হবে—প্রথমে মালে, পরে ঘনবসতিপূর্ণ দ্বীপ এবং শেষ পর্যায়ে ছোট জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে।
রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু শনিবার এই অভিযানের ঘোষণা দেন। তিনি বলেন, বিদেশীদের দ্বারা পরিচালিত অবৈধ ব্যবসা চিহ্নিত ও বন্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নির্বাসনের কথাও জানান তিনি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।