বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি জানান, “আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর আক্রমণ।”
তিনি আরও বলেন, আখতার হোসেন সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, যে দল বাংলাদেশের ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। ফলে এ ধরনের আক্রমণকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু বলা যায় না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরে আখতার হোসেনের ওপর ক্ষুব্ধ কিছু লোক ডিম নিক্ষেপ করছে এবং নানা স্লোগান দিচ্ছে। এতে উপস্থিত অন্যরা হতবাক হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ঘটনার পর এনসিপির বিভিন্ন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে “গণতন্ত্রের পক্ষে সক্রিয় কণ্ঠস্বর দমনের অপচেষ্টা” বলে অভিহিত করেছেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রতি রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।