রাজশাহীতে বিধবার কোলজুড়ে সন্তান, অভিযুক্তের বিচার দাবি স্থানীয়দের।

 

রাজশাহীর চারঘাটে এক বিধবা নারীর কোলজুড়ে জন্ম নিলো ফুটফুটে এক পুত্রসন্তান। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সন্তান প্রসবের এ ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতককে দেখতে স্থানীয়রা ভিড় জমায় ওই নারীর বাড়িতে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তীতে নবজাতকের পিতৃপরিচয় প্রকাশ করেন ওই নারী কারিমন বেগম (৩৫)। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী সাবেক ইউপি সদস্য শুকচান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এর ফলে তিনি গর্ভবতী হন। গর্ভপাত করানোর চেষ্টা ব্যর্থ হলে অবশেষে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতেই এক ছেলেসন্তানের জন্ম দেন।

 

এ খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পশ্চিমপাড়া এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দ্রুত বিচার দাবি করে। তবে সাইফুল ইসলাম ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

কারিমন বেগম জানান, ২০১৬ সালে স্বামী আকছেদ আলী মারা যাওয়ার পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দুঃখকষ্টে সংসার চালাচ্ছিলেন। এর মধ্যে সাইফুল বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি সন্তানের পিতৃপরিচয় স্বীকৃতি ও বিচার দাবি করেন।

 

স্থানীয়রা জানান, আকছেদ আলীর মৃত্যুর পর প্রায়ই সাইফুলকে কারিমনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।

অন্যদিকে, সাইফুল ইসলামের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানোর জন্যই এসব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কারিমনের চরিত্র নিয়েও প্রশ্ন রয়েছে।”

ইউপি সদস্য শামীম সরদার বলেন, “কারিমনের ঘরে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।”

এ বিষয়ে কারিমনের ভাসুরের ছেলে মাসুদ রানা বলেন, “চাচা মারা যাওয়ার পর প্রতিদিন রাতেই সাইফুলকে চাচির বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। এখন নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করে বিচার চাই।”

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, “ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”।