মালদ্বীপে অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান
বিদেশী ও প্রভাবশালী সহায়তাকারীরা নজরদারির আওতায়।
মালদ্বীপ সরকার অবৈধ বাণিজ্য ও অভিবাসন নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ রবিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বিদেশীদের মাধ্যমে পরিচালিত অবৈধ বাণিজ্য চক্র ভেঙে দিতে সারা দেশে অভিযান শুরু হয়েছে।
অভিযান এখনো প্রাথমিক পর্যায়ে। তবে এর সফলতা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে মানবিক দিক বজায় রাখার উপর। যদি কেবল বিদেশী শ্রমিকদের বলির পাঁঠা বানানো হয়, তবে এটি হয়তো সাময়িক ফল দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে মালদ্বীপের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে উঠবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।