কুমিল্লার বাগড়া রোডে ভয়াবহ যানজট, কারণ অতিরিক্ত ভারী যান চলাচল
মোহাম্মদ মাহামুদুল,
কুমিল্লার বাগড়া রোডে একটি ট্রাক উল্টে রাস্তার মাঝখানে আটকে পড়ায় সোমবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয়রা।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে দেখা যায়নি। ফলে ট্রাক অপসারণে কার্যকর পদক্ষেপের অভাব দেখা দিয়েছে। কখন নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয়দের আশঙ্কা, ট্রাক সরানো না হলে সন্ধ্যার আগেও পরিস্থিতির উন্নতি হবে না।
এলাকাবাসীর অভিযোগ, এ সড়কের ধারণক্ষমতার তুলনায় নিয়মিত অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।