মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর (VIA) থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। তার কাছ থেকে ৬৮ হাজার মালদিভিয়ান রুফিয়া, ১ হাজার ৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিনের হেফাজতের নির্দেশ দেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে সরকারি ডলার বিনিময় হার ১ মার্কিন ডলার = ১৫.৪২ মালদিভিয়ান রুফিয়া হলেও কালোবাজারে এই হার ২০ রুফিয়ার বেশি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।