ঢাকার জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর ক্রাইম রিপোর্টার সালেহ উসমান ফাহিম কে পাওনা টাকা চাওয়াতে মামলা দিয়ে হয়রানি করার হুমকি এবং মেরে ফেলার হুমকি দেন চট্টগ্রামের চন্দনাইশের পারভেজ মিয়া, সে নিজেকে দাবি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ের ডাক্তার শাহাদাত এর ব্যক্তিগত সহকারী এবং বিশ্বস্ত কর্মী, যদিও পরিচয় টি সম্পুর্ন ভুয়া, এই বিষয়ে মেয়র ডাক্তার শাহাদাত এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার এখানে চাঁদাবাজ প্রতারকের কোন স্থান নাই আপনারা আইনি ব্যবস্থা নিন তাকে প্রশাসনের হাতে তুলে দিন পারভেজ এর সাথে সাংবাদিক ফাহিম এর পরিচয় ৩ বছর আগে থেকেই, সে পরিচয়ের বিশ্বাসে এবং পারভেজ এর বিলাসবহুল লাইফস্টাইল দেখে তার সাথে ব্যবসা করার প্রতিশ্রুতি দেন, ব্যবসার ধরন,মাছের আরত,পারভেজ তার নিজের আরত দাবী করে অন্য জনের আরতে নিয়ে যায় ফাহিম কে, এবং তার গাড়ির শো রুম আছে বলে ফাহিম কে লোন এর উপর একটা গাড়ি ক্রয় করার পরামর্শ দেন প্রতারক পারভেজ, তারপরে ফাহিম পারভেজ কে বিশ্বাস করে, বড় অংকের কিছু টাকা লোন করে এবং সুদের উপর নিয়ে পারভেজ কে দেয় যার ব্যাংক স্টেটমেন্ট এবং মানি রিসিড কল রেকর্ড, সাক্ষী সব রয়েছে,পরবর্তীতে যাচাই করে দেখা যায় পারভেজ এর কোনো শো রুম নেই সম্পুর্ন ভুয়া. এবং প্রতারক । সেটা জানতে পেরে ফাহিম তার কাছে টাকা ফেরত চাই সে ফাহিম কে বিভিন্ন অযুহাত দিয়ে কিছু টাকা ফেরত দে যা পাওনা টাকার ১০÷ এর ১ ভাগ তারপর থেকেই সে আর কল রিসিভ করে না এবং মাঝে মধ্যে কল দিয়ে টাকা দেওয়ার আসা দেয় আবারও যোগাযোগ বন্ধ করে দেয়,
এখন ফাহিম যখন তার বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখালেখি করে, পারভেজ সাংবাদিক ফাহিম কে, এডভোকেট এবং জর্জ কে টাকা দিয়ে তার নামে মামলা করার ভয় দেখায়, এবং অপহরণ করার হুমকি দে মেরে ফেলার হুমকি দেয় যা সম্পুর্ন প্রমানিত,সাংবাদিক ফাহিম এর কাছে সে বিভিন্ন ধাপে টাকা আদায় করে যার সংখ্যা,(১) ১,৫০,০০০-(২) ২,৫০,০০০-(৩) ৭,৫০,০০০-(৪) ২০০০০০-(৫)- ১,৫০,০০০ (৬)- ১,৪৭,০০০! যা সম্পুর্ন ব্যাংক স্টেটমেন্ট আছে, এবং সে বিকাশে কিছু টাকা ফেরত দিছে তারও স্টেটমেন্ট রয়েছে, এবং পারভেজ এর সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে যা কথা হয়েছে সব সাংবাদিক ফাহিম এর কাছে রেকর্ড রয়েছে এবং যে যে স্থানে গেছে সব ভিডিও রেকর্ড আছে, তার সাথে মেসেজ করা সকল স্ক্রিনশর্ট আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পারভেজ এর বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়া হোক
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।