বগুড়ার শিবগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী ও ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেন (১৮)। তারা স্থানীয় কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে হত্যা করে। একই সঙ্গে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”
এদিকে একসঙ্গে মা-ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।