
বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় পারস্পরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়।
আলোচনায় এমএনডিএফ ও মালদ্বীপ হাইকমিশনের প্রতিনিধি দল ছাড়াও নৌবাহিনী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।
প্রসঙ্গত, সফরকালে তিনি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন। মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। তারা আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।