মালে প্রতিনিধি:
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো: সাজ্জাত হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় সাংবাদিক ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি এমরান হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মো: রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা প্রমুখ।
সাংবাদিকদের অবদান তুলে ধরে বলেন—"প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় সাংবাদিক ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।" তিনি উল্লেখ করেন, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো: দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, অফিস সহকারী সম্পাদক মো: মিজানুর রহমান, আইল্যান্ড শাখা কমিটির সহ-সভাপতি আব্দুল গুফরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।