মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন। ১১–১৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গাফ ঢাল এটলের থিনাধু আইল্যান্ড পরিদর্শন করে।
দুই দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার বাংলাদেশী ই-পাসপোর্ট ও এমআরপি এনরোলমেন্ট করেন এবং তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীরা সময় ও অর্থ সাশ্রয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, স্থানীয় আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।
রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফ ঢাল এটলের অন্তর্ভুক্ত থিনাধু দ্বীপে সরাসরি বিমানবন্দর না থাকায় তারা স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নৌপথে দ্বীপে যান।
এসময় প্রতিনিধি দল থিনাধু সিটি কাউন্সিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা ও আনডকুমেন্টেড বাংলাদেশীদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়।
শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।