
ওমানে দেয়াল ধসে ফটিকছড়ির আইয়ুব আলী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাটে নির্মাণাধীন একটি দেয়াল ধসে মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মরহুম মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবদুল মাবুদ মুন্সি।
তিনি জানান, আইয়ুব আলী কয়েকজন শ্রমিক নিয়ে একটি দেয়াল নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ সেটি ধসে পড়ে চাপা পড়েন তিনি। পরে শ্রমিকরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, আইয়ুব আলী ওমানে ঠিকাদারি কাজ করতেন। দুর্ঘটনার সময় তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফরও কাজে উপস্থিত ছিলেন। তবে তারা অল্পের জন্য বেঁচে যান।
শনিবার দুপুরে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তার চাচা আবদুল মাবুদ মুন্সি।