সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে ১২১ বার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
রোববার (১৪ সেপ্টেম্বর) ছিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সেদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান সময় বাড়িয়ে নতুন দিন ধার্য করেন।
শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে মামলাটি তদন্ত করেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)। তবে চারদিন পর এ মামলাটি হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। দীর্ঘ দুই মাস তদন্ত করেও কোনো অগ্রগতি দেখাতে না পারায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ— বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম— র্যাবকে ওই মামলার তদন্ত থেকে প্রত্যাহার করে নেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বর্তমানে আলোচিত এই হত্যা মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।