সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দিল ছাত্রশিবির

মোঃশাহরিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার

 

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারের হাতে সংগঠনটির পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম ফরহাদ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

এসএম ফরহাদ লিখেছেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। পরিবারের সাথে সাক্ষাতের সময় আমরা প্রাথমিকভাবে দুই লাখ টাকা সহায়তা দিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা পরিবারের পাশে থাকবো।”

পোস্টে তিনি শিশু আয়াতের একটি আবেগঘন কথাও তুলে ধরেন। চার বছরের আয়াত বলেছে, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর ফিরবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খোঁজ রাখবো।”

ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, শিশুদের পড়াশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব নিতে তারা দীর্ঘমেয়াদে পরিবারকে সহায়তা করার পরিকল্পনা করছেন।

সহায়তা প্রদানের সময় ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।