বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০০৪ সালের ঘটনার শহীদ পরিবারের মতো শাপলার ঘটনার নিহতদের পরিবারকেও রাষ্ট্রীয়ভাবে নিয়মিত ভাতা দিতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মামুনুল হক বলেন, শাপলার ঘটনার চেতনা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে নিহতদের পরিবারকে সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়াতে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি জানান, নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম” গঠন করা হয়েছে এবং নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কয়েকটি পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ধাপে ধাপে বাকি পরিবারগুলোকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে এবং নিয়মিত সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।