কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুণর্বাসন, বিবাহিত, অছাত্র ও অর্থ বানিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে এবং অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্ছিত নেতাকর্মীদের একাংশ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে মিছিল করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি টায়ার জ¦ালিয়ে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচলে বাঁধা সৃষ্টি করে রাখে। পরে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের মহাসড়ক থেকে অপসারণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান হোসেন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।
বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝানো হয়েছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোষিত উপজেলা কমিটিতে ছাত্রলীগের পুণর্বাসন, বিবাহিত, অছাত্র ও অর্থ বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে একতরফা একটি পকেট কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে নিবেদিত ও ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানাচ্ছি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।