
মাহামুদুল কুমিল্লা
বুড়িচংয়ে (গাজীপুর) কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবু নোমান ইকরামুল হক। তিনি নূর নবীজী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর শান, জীবনী ও মানবজাতির প্রতি তাঁর রহমতসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন।
মুফতি আবু নোমান ইকরামুল হক বলেন, “রাসূলুল্লাহ (সা.) হচ্ছেন সমগ্র সৃষ্টির জন্য রহমত। তাঁর আগমনে অন্ধকার দূর হয়েছে, মানব সমাজ আলোর দিশা পেয়েছে। নবীজীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভালোবাসা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।”
মাহফিলে স্থানীয় আলেম-উলামা, ব্যবসায়ী, মসজিদ কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। আলোচনা শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।