গণছুটি কর্মসূচি স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি

মোঃশাহরিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করেছে। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করা, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং আরইবি-পিবিএস সংস্কারের দাবিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে ধারাবাহিক আন্দোলন করে আসছে সমিতি। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতা, মামলা-মোকদ্দমা, চাকরিচ্যুত ও বরখাস্তের কারণে আন্দোলন দীর্ঘায়িত হয়েছে।

 

তথ্য অনুযায়ী, আন্দোলনের সময় এখন পর্যন্ত ১৭২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ২০ কর্মকর্তা কারাবরণ করেছেন। বিনা নোটিশে চাকরিচ্যুত হয়েছেন অন্তত ৪০ জন, বরখাস্ত বা সংযুক্ত করা হয়েছে ৮৭ জনকে। এছাড়া শাস্তিমূলক বদলি হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার কর্মচারীর। সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন চাকরিচ্যুত ও বরখাস্ত হয়েছেন।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের সময়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়নি। ৮০টি সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৩ হাজার জন গণছুটি কর্মসূচিতে অংশ নিলেও গ্রাহক সেবা অব্যাহত ছিল।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ায় এবং জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে, আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান হবে।