প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবারও নতুন আইফোন আনার সঙ্গে সঙ্গে বিদায় জানাচ্ছে কয়েকটি পুরোনো ডিভাইসকে। আইফোন ১৭ সিরিজ ঘোষণার পর আজ থেকে কোম্পানির অফিসিয়াল স্টোরে আর পাওয়া যাবে না আটটি জনপ্রিয় পণ্য।
আইফোন: আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স
অ্যাপল ওয়াচ: সিরিজ ১০, আলট্রা ২, এসই (দ্বিতীয় প্রজন্ম)
এসব পণ্য অ্যাপলের ওয়েবসাইট ও অনুমোদিত স্টোর থেকে আর কেনা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে থাকা মজুত ফুরোনো পর্যন্ত বাজারে কিছুদিন পাওয়া যেতে পারে।
চলতি বছরের শুরুতেই বাজার থেকে সরানো হয়েছিল আইফোন এসই। এর জায়গায় এসেছে নতুন আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।
আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে উন্মোচন হতে পারে চারটি নতুন আইফোন।
আইফোন ১৭ প্রো
আইফোন ১৭ প্রো ম্যাক্স
আইফোন ১৭ এয়ার
আইফোন ১৭ এয়ার মডেলটি হবে আইফোন ১৬ প্লাসের উত্তরসূরি। ধারণা করা হচ্ছে এটি হবে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে হালকা ও পাতলা আইফোন।
শুধু আইফোন নয়, ইভেন্টে ঘোষণা আসতে পারে আরও কিছু পণ্যের।
এয়ারপডস প্রো ৩ হবে কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।