নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে নেপালে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় জানানো হয়, নেপালে বর্তমানে বসবাসকারী বা অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে নিজ নিজ হোটেল বা বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন করে নেপাল ভ্রমণ পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মূলত তরুণ প্রজন্ম বা জেন-জি অংশগ্রহণে এ আন্দোলনের নাম দেওয়া হয় "জেন-জি রেভল্যুশন"।
বিক্ষোভকারীরা সোমবার সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশের লাঠিচার্জ ও কড়া অবস্থানে অন্তত ১৯ জন নিহত হন, যাদের মধ্যে ১৭ জন কাঠমান্ডুতে এবং ২ জন ইতাহারিতে। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে কারফিউ জারি করে প্রশাসন।
তবে কারফিউ অমান্য করে মঙ্গলবারও রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকে। এ সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এমনকি সংসদ ভবনেও আগুন লাগানোর খবর পাওয়া গেছে। উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটির বিমান চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।
অবশেষে চলমান সংকট ও আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নেপালের কেপি শর্মা ওলি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।