মোঃশাহরিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার
জাপানের আইচি প্রিফেকচারের টয়োয়াকে শহর প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে লক্ষ্য করে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্দেশ্য, অনলাইন আসক্তি ও ঘুমের সমস্যা কমানো।
শহরের মেয়র মাসাফুমি কোকি জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়, বরং সচেতনতার জন্য। শিশুদের রাত ৯টার পর এবং কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করারও সুপারিশ করা হয়েছে।
তবে প্রস্তাবটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করছেন। কেউ বলছেন, দিনে মাত্র দুই ঘণ্টার সীমা বাস্তবসম্মত নয়। ঘোষণার পর প্রথম চার দিনের মধ্যে প্রায় ৮০ শতাংশ প্রতিক্রিয়াই এসেছে সমালোচনামূলক ভঙ্গিতে।
কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় অনীহা, স্কুল ফাঁকি দেওয়া এবং প্রাপ্তবয়স্কদের পারিবারিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিচ্ছে। মেয়রের আশা, এই পদক্ষেপ পরিবারগুলোকে অন্তত ব্যবহারের সময় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে।
এর আগে ২০২০ সালে জাপানের কাগাওয়া অঞ্চলে শিশুদের গেম খেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল প্রতিদিন এক ঘণ্টা এবং ছুটির দিনে ৯০ মিনিট। তবুও জরিপে দেখা গেছে, জাপানি কিশোরেরা এখনো প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় অনলাইনে কাটাচ্ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।