
মালদ্বীপে পর্যটক আগমন নতুন মাইলফলক ছুঁয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখ ২০ হাজার ৬৯৯ জন পর্যটক ভ্রমণ করেছেন।
মাসের শুরু থেকে ৩৩ হাজারের বেশি আগমন
মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩৩,৭৭৩ জন পর্যটক মালদ্বীপে এসেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩.৬ শতাংশ বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার পর্যটক দেশটিতে প্রবেশ করছেন।
লক্ষ্য ২৫ লাখ
সরকার এ বছর ২৫ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে ১৫ লাখ অতিক্রম করায় লক্ষ্য অর্জনের পথে অগ্রগতি হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
পর্যটক আগমনে শীর্ষ দেশ
পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ তিন দেশ হলো—
চীন: ২ লাখেরও বেশি পর্যটকরা,শিয়া: ১ লাখ ৮২ হাজারের বেশি,যুক্তরাজ্য: ১ লাখ ৩৬ হাজার ৬১৯ জন
আবাসন সুবিধা
মালদ্বীপে বর্তমানে পর্যটকদের জন্য মোট ৬৪,৪৫১টি শয্যা পরিচালিত হচ্ছে। এর মধ্যে—রিসোর্টে: ৪৩,২৪৭টি শয্যা,হোটেলে: ২,৪৮৪টি শয্যা,গেস্টহাউসে: ১৫,৫২২টি শয্যা,সাফারিতে: ৩,১৯৮টি শয্যা আছে।