
কুমিল্লা প্রতিনিধি মাহামুদুল।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মহা পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক হযরত মাওলানা মুফতি অধ্যক্ষ কাজী আবুল বাশার মাদ্দাজিল্লাহুল আলী এর নেতৃত্বে জুলুসটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন—বুড়িচং দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল জব্বার,সদস্য সচিব এডভোকেট মুজিবুর রহমান
উত্তর গ্রাম হাসানিয়া দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা আব্দুল কাহের,উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজি ওয়াহিদুর রহমান,মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া,মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরান,হযরত মাওলানা হাফেজ শাহজাহান সরোয়ার,হযরত মাওলানা বায়েজিদ রাজা রজবি,মাওলানা মো. মামুন,মাওলানা মুফতি ছাবের আহমেদ,হযরত মাওলানা হেলাল,হযরত মাওলানা ওমর ফারুক,হযরত মাওলানা ইব্রাহিম জিহাদী,হযরত মাওলানা সালাউদ্দিন মামুন ফারুকী,হযরত মাওলানা শাহিন,হাফেজ মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়া বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের সাহেবজাদা শায়ের মো. শিবলী, বিভিন্ন দরবার শরীফের ভক্তবৃন্দ, অসংখ্য আলেম, মাদ্রাসা ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ইউনিয়নের সুন্নি জনতা অংশগ্রহণ করেন।
পবিত্র জুলুস ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।