
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ই রবিউল আউয়াল কুমিল্লার ঐতিহাসিক দুতিয়ার দিঘির পাড়ে মহা জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে আটটায় দুতিয়ার দিঘির পাড় থেকে শুরু হওয়া জশনে জুলুস প্রায় ১৫ কিলোমিটার অতিক্রম করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে মহাসমাবেশে পরিণত হয়। বাদ জোহর পর্যন্ত চলা এ মাহফিলে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, জশনে জুলুস ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সুন্নী জামাতের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মুফতী আবু নাছের জেয়াদি। তিনি বলেন, “মিলাদুন্নবী (সাঃ) যদি না হতো, সীরাতুন্নবী (সাঃ) হতো না, মাজিউন্নবীও হতো না। তাই আগে মিলাদুন্নবী (সাঃ)।”
আলোচকবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর জীবনই মানবতার মুক্তির একমাত্র পথ। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও অন্যায় দূর হবে।
শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের অগ্রগতি, বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
(স্টাফ রিপোর্টার মাহমুদুল)






