
মারুফ হোসেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন জামায়েতের সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বাকশীমুল ইউনিয়নের সকল প্রধান প্রধান সড়কে হোন্ডা শোধাউন, পথসভা,আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের জামায়াতে প্রার্থী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,কেন্দ্রীয় মজলিসে শুরা,সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা ড.মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো আবদুল আউয়াল। বাকশিমুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুর রউফ, সাবেক বাকশীমুল ইউনিয়ন সভাপতি আমির মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক আমির মোঃ কবির হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন আমির তাজুল ইসলাম, বাকশীমুল ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মাওলানা ফারুক আহমেদ, জনসংযোগ এর আহবায়ক মাওলানা আবু কাউসার সহ আরও অনেকে।
ড. মোবারক হোসাইন বলেন আমরা চাই মাদক ও চাঁদা মুক্ত দেশ গড়তে। আমরা চাই আলোকিত বাংলাদেশ গড়তে। যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ। সমৃদ্ধ কুমিলা দেশ গঠনে, মানবতার কল্যাণে, শাসক নয় একটি মানবিক দেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ,ইসলামের বাংলাদেশ। ব্যাবসায়ীদের উদ্দেশ্য বলেন কোনো চাঁদা ছাড়াই ব্যাবসায়ী সুন্দর ভাবে ব্যাবসায় করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একবারের মতো সুযোগ চেয়ে দেশের সেবার করার জন্য কুমিল্লা ০৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) থেকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ভোট চেয়ে তার বক্তব্য শেষ করেন।