
লেখকঃ মোঃ শাহজাহান বাশার
নদীর ধারে খেলতাম আমি
ছোট্ট নৌকা ভাসিয়ে,
কাদামাটির আঁকাবাঁকা পথে
হেঁটেছি হাওয়ায় ভিজিয়ে।
পাখির গানে জেগে উঠত
আমার শৈশব সকাল,
ধানের ক্ষেতে সোনালি ঢেউ
মনে দিত অপার জোয়ার।
আজও মনে পড়ে সেসব দিন
স্নিগ্ধ গ্রামীণ টান,
শৈশব আমার গেঁথে আছে
সেই আপন গ্রামখান।