গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান। তিনি এই হামলাকে “চরম নিন্দনীয় ও রহস্যজনক” আখ্যা দিয়ে বলেন, এর পেছনে কারা উস্কানি দিয়েছে এবং নির্দেশদাতা কারা ছিলেন—তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ড. মাহমুদুর রহমান বলেন, “হাসপাতালে ভিপি নুরকে দেখে খুব কষ্ট পেয়েছি। নুর দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন। বিশেষ করে ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই বিপ্লবে তার বীরোচিত ভূমিকা ছিল। এমন একজন উদীয়মান রাজনৈতিক নেতার ওপর পুলিশ ও সেনা সদস্যদের মাধ্যমে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও রহস্যজনক।”
তিনি আরও বলেন, “এই হামলার দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। সরকারের নির্দেশেই হামলা হয়েছে নিশ্চয়ই। কোন স্তর থেকে এ নির্দেশ এসেছে, সেটা খুঁজে বের করে জাতির সামনে স্পষ্ট করা সরকারের দায়িত্ব।”
একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিক জানান, তিনি শুনেছেন ইতোমধ্যেই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। “বাংলাদেশের জনগণ চায়, দ্রুততম সময়ে এই কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কারা উস্কানিদাতা—তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে,” বলেন তিনি।
নুরের শারীরিক অবস্থার বিষয়ে ড. মাহমুদুর রহমান জানান, “তিনি এখনো খুবই অসুস্থ। ডাক্তাররা বলেছেন, নুরের ব্রেন হেমারেজ হয়েছে। নাক ও চোয়ালের কয়েকটি হাড় ভেঙে গেছে। তার মেরুদণ্ডেও আঘাত রয়েছে। এই অবস্থায় দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।”
নুরকে বিদেশে পাঠানোর বিষয়ে তিনি বলেন, “যেহেতু সরকারি বাহিনীর হাতে এ আক্রমণ হয়েছে, তাই চিকিৎসার দায়িত্বও সরকারের। যত দ্রুত সম্ভব নুরকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। আমি শুনেছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে কোনো আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা যাবে না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর বা ব্যাংককের মতো দেশে পাঠাতে হবে, যেখানে উন্নত নিউরো চিকিৎসা পাওয়া যায়।”
ড. মাহমুদুর রহমান সরকারের প্রতি আহ্বান জানান, আক্রমণের ঘটনার দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করতে এবং নুরকে উন্নত চিকিৎসার সুযোগ দিতে। তিনি বলেন, “এটা শুধু একজন রাজনৈতিক নেতার ওপর হামলা নয়, এটা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।