
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে নগরীর নানুয়াদিঘীর পাড়ে নিজ বাসভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে তাঁর সমর্থক নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন।
র্যালি-পূর্ব আলোচনা সভায় মনিরুল হক সাক্কু বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত হিসেবে এসেছে। সেদিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন না হলে আমরা আজকে এখানে আসতে পারতাম না। সামনে নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনটা যদি না হয় তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে; দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। দোয়া করেন নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে।
বক্তব্য শেষে একটি বিশাল র্যালি নানুয়াদিঘীর পাড় হতে ডিগম্বরিতলা, চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড় লির্বাটি মোড়, ঈদগাহ সড়ক, মোগলটুলী হয়ে পুনরায় নানুয়াদিঘীর পাড়ে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে সাবেক কাউন্সিল আবদুস সালাম মাসুক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মাজদুল ইসলাম বাবুলসহ মনিরুল হক সাক্কুর সমর্থক কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।