
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার রায়সিংহপুর গ্রামে মাত্র ৩০০ মিটার রাস্তা না থাকার কারণে বছরের পর বছর পানিবন্দি অবস্থায় থাকতে হয় শতাধিক পরিবারকে। বারবার আবেদন করেও সমাধান না মেলায় এবার পানির মধ্যে দাঁড়িয়েই মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার (৩১ অক্টোবর) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্ল্যাকার্ড হাতে রাস্তা নির্মাণের দাবি জানায় স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়। নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর পূর্বপাড়া অংশের করুণ অবস্থা—যানবাহন তো দূরের কথা, চলাচল করতে হয় নৌকা দিয়ে। শুকনো মৌসুমেও কাদার কারণে হাঁটাচলা করা যায় না।
এই রাস্তাঘাটের অভাবে শুধু দৈনন্দিন চলাচলই নয়, শিক্ষা, চিকিৎসা ও কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, অনেক সময় পাত্র বা পাত্রীপক্ষ গ্রামে আসতে রাজি না হওয়ায় ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধও।
গ্রামের বাসিন্দা মজিবর রহমান মধু, মালেক ব্যাপারী, সুকচান মন্ডল, রহিম মন্ডল, মজিবর ব্যাপারী, আলিম ব্যাপারী ও আবু বক্কর সিদ্দিক জানান, বর্ষায় রিকশা-ভ্যান তো দূরের কথা, অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে পারে না। রোগী হলে খাটিয়ায় করে তাকে বের করতে হয়। অথচ এই সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা এখনো কার্যকর কোনো উদ্যোগ নেননি।
তারা বলেন, বর্ষায় পানি আর শুকনো মৌসুমে কাদা—এই দুই মিলিয়ে প্রায় সারা বছরই কষ্টে থাকতে হয়। বহুবার চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো ফল মেলেনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ‘আগামী বরাদ্দে রাস্তাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।