মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে হাটহাজারী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজার থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় স্থানীয় জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজনা দীর্ঘস্থায়ী হওয়ায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, ৩১ আগস্ট দুপুর ২টা থেকে আগামীকাল ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত উক্ত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে পরদিন সকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয়দের নতুন করে সংঘর্ষ বাধে। এতে চবি উপ-উপাচার্য, প্রক্টরসহ বহু শিক্ষার্থী আহত হন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে বিকেল নাগাদ উত্তেজনা বাড়তে থাকায় হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।”
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে বলে জানা গেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।