কুমিল্লা থেকে মাহামুদুল।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিমের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে।
নিজস্ব অর্থায়নে তিনি কুমিল্লা থেকে বাগরা পর্যন্ত সড়কের মাঝামাঝি কালিকাপুর ও ফকিরবাজার অংশে ভাঙা রাস্তা সংস্কার করছেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছিল। এ উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে মেরামতের কাজ শুরু হওয়ায় তারা বিএনপি নেতা জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাজী জসিম উদ্দিন জসিম বলেন, “এটা মূলত আমার ব্যক্তিগত উদ্যোগ। জনগণের ভোগান্তি লাঘবের জন্যই আমি কাজটি হাতে নিয়েছি। আশা করি সাময়িক হলেও মানুষের কষ্ট কিছুটা কমবে।”
এলাকাবাসী মনে করছেন, স্থানীয় সরকারের উদ্যোগ না থাকলেও রাজনৈতিক নেতাদের এ ধরনের ব্যক্তিগত পদক্ষেপ জনগণের জন্য আশীর্বাদস্বরূপ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।