
মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা প্রধান শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগীর অভিভাবকের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কংশনগর এলাকায় অবস্থিত ‘মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার’প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মো. ইব্রাহিম খলিল (৩০) গত ২৫ আগস্ট রাতে দুই আবাসিক শিক্ষার্থীকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে উত্তেজিত অভিভাবক ও এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে গণধোলাই দেন। খবর পেয়ে দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহিদউল্লাহ প্রধান ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগে দেবিদ্বার থানায় ধর্ষণের মামলা ছিল। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে ছিলেন।
আসামি ইব্রাহিম খলিল দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। এর আগে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনি কারাগারে ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর আবাসিক শিক্ষার্থীদের পরিবার দ্রুত সন্তানদের মাদ্রাসা থেকে নিয়ে গেছেন। তবে প্রতিষ্ঠানে এখনও কিছু শিক্ষক অবস্থান করছেন। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।