মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের ঐতিহাসিক পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ১২ দিনব্যাপী সালাওয়াতে রাসুল (সঃ) মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৭ আগস্ট) মাহফিলের চতুর্থ দিবসে প্রধান অতিথির ভাষণে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মজলিসে শূরা (স্থায়ী পরিষদ) সদস্য ও বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান আলে রাসুল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি মাওলানা শায়খ সৈয়দ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী বলেছেন—“বর্তমানে একশ্রেণির লোক ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে ধর্মকে কলঙ্কিত করছে। অথচ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর শিক্ষা মানবতা, মুক্তি, সাম্য ও ন্যায়পরায়ণতার শিক্ষা।”
তিনি বলেন, “যারা স্লোগান দেয়— আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো— তাদের জানানো দরকার, এই দেশের ঘরে ঘরে কুরআনের আলো জ্বালিয়েছেন আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ। অথচ এই আউলিয়াদের দরগাহ ও খানকা ভাঙচুরকারীরা কখনো কুরআনের আলো জ্বালাতে পারে না। বরং তারা সমাজে কুরআন-সুন্নাহর আলো নিভিয়ে দিতে চায়।”
আলোচনায় তিনি নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে বলেন—
“মিলাদ-কিয়াম, দরুদ সালাম, মাজার জিয়ারত, আউলিয়াদের মান্য করা ও উগ্রবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়াই ছিল ফারুকীর অপরাধ। এজন্যই উগ্রবাদীরা তাকে হত্যা করেছে। বিগত সরকার বিচার করেনি, বর্তমান সরকারও একইভাবে ব্যর্থ। অবিলম্বে ফারুকী হত্যাকাণ্ডসহ সুন্নী আলেমদের হত্যার বিচার করতে হবে। অন্যথায় সুন্নী জনতা আন্দোলনে নামলে কোনো সরকারই তা সামাল দিতে পারবে না।”
বিএসপি চেয়ারম্যান অভিযোগ করেন— “গত এক বছরে এক হাজারেরও অধিক মসজিদ-মাদ্রাসা থেকে আহলে সুন্নাতের আকিদায় বিশ্বাসী আলেমদের জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে। বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে বৈষম্য সৃষ্টি করবেন না। এই অব্যাহতি বন্ধ করে আলেমদের স্বপদে বহাল রাখতে হবে।”
তিনি আরও বলেন—“তরিকাপন্থী সুফিবাদী জনগণ শান্তিপ্রিয়। যুগে যুগে তারা জুলুম সহ্য করেছে, কিন্তু মানবতার ক্ষতি হয় এমন প্রতিক্রিয়া দেখায়নি। তবে এর মানে এই নয় যে সব অন্যায় তারা মেনে নেবে। জুলুম ও বৈষম্যমূলক আচরণ যদি অব্যাহত থাকে, তবে সুন্নী সুফিবাদী জনতা উগ্রবাদীদের সমুচিত জবাব দিতে পিছপা হবে না।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—“আগামী ১২ রবিউল আউয়াল সারাদেশে নবীপ্রেমিকরা কর্মসূচি পালন করবে। অতীতে এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্রবাদীদের হামলা হয়েছে, সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি। এবারের কর্মসূচিতে প্রশাসনিক অনুমতি প্রক্রিয়া সহজ করে পূর্ণ নিরাপত্তা দিয়ে সরকারের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”
তিনি আগামী ১২ রবিউল আউয়াল (৬ সেপ্টেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য “জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে” দলে দলে যোগদানের জন্য সকল নবীপ্রেমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মাহফিলে বিদেশি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের কাছওয়াছা দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে গাউছে পাক হযরত সৈয়দ শাহ ফয়যান আশরাফ আশরাফী আল জিলানী (হাফিঃ)।
বিশেষ মেহমান ছিলেন—মাইজভাণ্ডার শরীফ ওহাব মঞ্জিলের সাজ্জাদানশীন, শাহসুফি মাওলানা সৈয়দ ইকবাল ফজল মাইজভাণ্ডারী ,সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, আল্লামা সৈয়দ মোতাসিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী ,আওলাদে আমির আলহাজ্ব শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী
সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (আল আমিন হাশেমী দরবার শরীফ),
আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (বারীয়া শরীফ),
মাওলানা আবুল মোকাররম নঈমী (সুপার, আমিরুল আউলিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা),
মাওলানা নূরুল ইসলাম জিহাদি প্রমুখ।
নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আসিফ রেজা নিজামী, মুহাম্মদ তানভীর তারেকসহ অন্যরা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।