
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সাম্প্রতিক বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
ব্যারিস্টার মামুন বলেন, “সেলিম ভূঁইয়ার দেওয়া বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “এ ধরনের অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে কুমিল্লার বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক নেতা, পেশাজীবী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।